IQNA

ইন্দোনেশিয়ায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

15:56 - September 11, 2014
সংবাদ: 1449056
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হেফজ, তেলাওয়াত ও তাজবিদ বিষয়ক বিশেষ প্রতিযোগিতা আগামী ২২শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা : ইন্দোনেশিয়ার হেফজ, তেলাওয়াত ও তাজবিদ বিষয়ক প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিদ্বন্দীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি আগামী ২৯শে সেপ্টেম্বর নাগাদ চলবে।

ইরানের হামেদান প্রদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী মাহদি সায়েদী ইরানের প্রতিনিধি হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ইতিপূর্বে তিনি ইরানের ওয়াকফ বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কুরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন।

ওয়াকফ বিষয়ক অধিদপ্তর ও কুরআন বিষয়ক উচ্চতর পরিষদ কর্তৃক নির্বাচিত মাহদি সায়েদি তেলাওয়াত বিষয়ক বিভাগে অংশগ্রহণ করবেন।



1448708

captcha