IQNA

১০ সহস্রাধিক হাফেজ প্রশিক্ষণের প্রকল্প হাতে নিয়েছে মালয়েশিয়া

16:14 - September 13, 2014
সংবাদ: 1449565
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ১০ হাজার ৯২০ হাফেজ প্রশিক্ষণের প্রকল্প হাতে নিয়েছে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়।


জাদিদুল ইয়াওম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ প্রকল্পের আওতায় ১০ হাজার ৯২০ জন ছাত্রী-ছাত্রীকে পবিত্র কুরআন মুখস্থ করানো হবে।

মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ইসলামি স্কুল সম্প্রসারণ বিষয়ক বিভাগের প্রধান হাসানুদ্দীন আব্দুল হামিদ বলেছেন : ইসলামি স্কুলসমূহের মধ্য থেকে প্রাথমিক অবস্থায় ১৫টি স্কুলের মেধাবি ছাত্র-ছাত্রীকে এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন : এ প্রকল্প বাস্তবায়নে ১০৯২ জন কুরআন প্রশিক্ষকের প্রয়োজন। প্রতিটি শিক্ষক ১০ জন ছাত্রকে প্রশিক্ষণ দেবেন।

আব্দুল মাজিদ আরো জানান : স্কুল পড়ুয়া ছাত্ররা সাধারণ পড়াশুনা শেষে চিকিৎক, প্রকৌশলী অথবা অন্য বিভাগে পাশ করার সাথে সাথে তারা পবিত্র কুরআনের হাফেজও হবে।

প্রতিবেদন বলা হয়েছে, ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে ২৭৮টি রেজিস্ট্রেড কুরআন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যেগুলোর মধ্যে ১৪টি কেন্দ্র কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধিনস্ত এবং অবশিষ্টগুলো বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে।#1449237

captcha