IQNA

আমেরিকায় পঞ্চম আন্তর্জাতিক সেমিনার ‘কুরআনের রত্ন সমূহ’ অনুষ্ঠিত হবে

20:01 - November 08, 2014
সংবাদ: 1471109
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার ভার্জিনিয়া রাষ্ট্রে ‘হায়্য়াত’ হোটেলে ২০১৫ সালের ৩য় থেকে ৫ম এপ্রিল পর্যন্ত পঞ্চম আন্তর্জাতিক সেমিনার ‘কুরআনের রত্ন সমূহ’ অনুষ্ঠিত হবে।

‘Almadina Institute’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সেমিনার আমেরিকার ‘আল মদিনা’ নামক ইসলামী শিক্ষা ইনস্টিটিউটের পক্ষ থেকে ভার্জিনিয়া রাষ্ট্রে হারেন্ড শহরের ‘হায়্য়াত’ হোটেলে অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআনের রত্ন সমূহ পরিচয় করানোর উদ্দেশে এ সেমিনারে বিভিন্ন দেশের ইসলামী পণ্ডিত ও অধ্যাপকগণ উপস্থিত থাকবেন।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের অভ্যন্তরীণ, বাহ্যিক, তাফসির ও বিবরণ প্রদান করবেন।
আমেরিকান মুসলমান কর্তৃক সংগঠিত আল মদিনা ইন্সটিটিউট ইসলামী শিক্ষা মূলক কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত রয়েছে এবং কুরআন ও ইসলামী বিজ্ঞানের উন্নয়নের জন্য বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করেছে।
দীর্ঘ পাঁচ বছর যাবত ‘কুরআনের রত্ন সমূহ’এর আলোকে উক্ত সেমিনারের আয়োজন করে আসছে উক্ত প্রতিষ্ঠান।
1470984

captcha