IQNA

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন; এগিয়ে রুহানি

15:23 - June 15, 2013
সংবাদ: 2547388
রাজনৈতিক বিভাগ: ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় সংস্কারপন্থী প্রার্থী ড. হাসান রুহানি ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রাথমিক গণনা অনুযায়ী এপর্যন্ত মোট ভোট সংখ্যা ১৬৭১৬৯৩৭ যার মধ্যে সঠিক ভোট সংখ্যা ১৬১৬৬৩৯২ টি।

এরমধ্যে হাসান রুহানি পেয়েছেন ৮৪৩৯৫৩০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ বাকের কলিবফ পেয়েছেন ২৫৬০৩৮৩ ভোট।

বাকি চার প্রার্থীর প্রাপ্ত ভোটের ক্রমতালিকা:

১। মোহসেন রেজায়ি: ২১০১৩৩০ ভোট
২। সাঈদ জালিলি: ১৮৯০৪৬২ ভোট
৩।আলী আকবর বেলায়েতি: ৯৭৭৭৬৫ ভোট এবং
৪। সাইয়্যেদ মোহাম্মাদ কারাজি ১৯৬৯২২ ভোট।

captcha