IQNA

ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন হল মস্কোয়

13:43 - June 28, 2013
সংবাদ: 2553004
সামাজিক বিভাগ: রাশিয়ার রাজধানী মস্কোয় আহলে বায়েত ইসলামী আঞ্জুমানে ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠান ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে এদেশের শিয়া ও সুন্নি মাযহাবে বিশিষ্ট ওলামা, ইসলামিক চিন্তাবিদ এবং তাঁর অপেক্ষারত ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে আহলে বায়েতের (আ.) শানে বক্তৃতা, গজল, কবিতা, ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়।
1248736
captcha