বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন স্থানীয় সময় দুপুর ২টা ভারতের শীর্ষস্থানীয় আলেমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচী শুরু হওয়ার পর জুমআর নামায ও জুমআর খতিবদের বিষয়ক বিভিন্ন বিষয় সম্মেলনে পর্যালোচিত হয়।
এরপর লাখনৌ শহরের জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম জাওয়ান নাকাভি মুবাল্লিগদের কর্তব্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এছাড়া মুবাল্লিগদের সম্মুখে বিদ্যমান সমস্যাবলি ও তার সমাধানের উপর আলোকপাত করেন হুজ্জাতুল ইসলাম রেজা হুসাইন।
উত্তর প্রদেশ রাজ্যের সকল জুমআর খতিব এতে আমন্ত্রিত ছিলেন।#1252997