IQNA

ব্রিটেনে আলেম ও ধর্মপ্রচারকদের সমাবেশ

22:10 - July 08, 2013
সংবাদ: 2558471
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ব্রিটেনের পেশ ইমামগণ এবং মসজিদ ও ইসলামি কেন্দ্রসমূহে তত্পর ধর্মপ্রচারকগণের ১৫তম বার্ষিক সমাবেশ গত শনিবার ৬ই জুলাই ইসলামিক সেন্টার অব ব্রিটেনের উদ্যোগে এ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামিক সেন্টার অব ব্রিটেনের প্রতিবেদনের ভিত্তিতে, এ সমাবেশে ব্রিটেনে বসবাসরত উল্লেখযোগ্য সংখক পেশ ইমাম, ধর্মপ্রচারক, বিভিন্ন শহরের ইসলামি কেন্দ্রের প্রধানগণ ও আলেমবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে মোবারকে ধর্মীয় তত্পরতাকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ব্রিটেনে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও ইসলামিক সেন্টার অব ব্রিটেনের প্রধান হুজ্জাতুল ইসলাম মোয়েজ্জি উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি এ সমাবেশ আয়োজনের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন : মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়াদির পর্যালোচনা, পবিত্র রমজান মাসে তাবলিগের ক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বন, পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের সংস্কৃতিকে মুসলিম পরিবারসমূহের মাঝে স্থান দান করাই হচ্ছে এ সম্মেলনের মূখ্য উদ্দেশ্য।#1253524
captcha