IQNA

মিশরে গণহত্যার প্রতিবাদে দেশ বিক্ষোভ

18:57 - August 17, 2013
সংবাদ: 2576394
রাজনৈতিক বিভাগ: মিশরে গণহত্যা করীদের শাস্তির আহ্বান জানিয়ে গতকাল তথা ১৬ই আগস্টে বাংলাদেশে প্রতিবাদ মিছিলে সমাগত হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রতিবাদ মিছিল শুক্রবার জুম্মার নামাজের পর বের হয়েছে। প্রতিবাদ মিছিলের মাধ্যমে জনতা মিশরীয় সামরিক পদক্ষেপকে কঠোর নিন্দা জানিয়েছে।
প্রতিবাদকারীরা মিশরে গণহত্যাকে মানবাধিকার লঙ্ঘন মনে করেছে এবং দ্রুত এই গণহত্যা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।
এছাড়াও, প্রতিবাদ মিছিলে কিছু ধর্মীয় নেতা মিশরের গণহত্যাকে কঠোর নিন্দা জানিয়েছেন।
1273749

captcha