IQNA

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট রুহানির প্রথম ভাষণ

19:04 - September 24, 2013
সংবাদ: 2594628
রাজনৈতিক বিভাগ: হুজ্জাতুল ইসলাম হাসান রুহানি গতকাল নিউইয়র্কের জন এ এফ কেনডি বিমানবন্দরে প্রবেশ করার পর তার সফরের উদ্দেশ্য এবং পরিকল্পনার কথা সাংবাদিকদের সম্মুখে তুলে ধরেন।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮ তম অধিবেশনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নিউইয়র্ক সফর করেন এবং নিউইয়র্কের জন এ এফ কেনডি বিমানবন্দরে প্রবেশ করার পর তার সফরের উদ্দেশ্য এবং পরিকল্পনার কথা সাংবাদিকদের সম্মুখে তুলে ধরে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে তিনটি ভাষণ প্রদান ছাড়াও পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত বৈঠক, বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক, ইউরোপিয়ান কর্তৃপক্ষ এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দেখা এবং বৈঠক করবেন।
ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আজ (মঙ্গলবার) জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮ তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং এই অনুষ্ঠানে ভাষণ প্রদান ছাড়াও চীন,স্পেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তুরস্ক ও ফ্রান্সে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত এবং বৈঠক করবেন ।
1292839
captcha