বার্তা সংস্থা ইকনা: ১৫ই শাবান উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশেরে মত আজারবাইজানের মুসলমানেরাও মাহফিলের আয়োজন করেছে।
গতকাল আজারবাইজানের রাজধানী বাকুর শহরতলী 'বাইনা'য় ইমাম মাহদির (আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিল উদযাপন করেছেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত মাহফিল শুরু হয় এবং পরবর্তীতে ১৫ই শাবান এবং ইমাম মাহদি (আ.)এর পবিত্র জন্মবার্ষিকীর আলোকে বক্তৃতা পেশ করা হয়। উক্ত মাহফিলে আজারবাইজানের আলেমগণ ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন।
Iqna