IQNA

আলজেরিয়ায় উদ্বোধন হতে যাচ্ছে কুরআন হেফজের মাদ্রাসা

19:34 - July 27, 2016
সংবাদ: 2601272
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার "আগভাট" প্রদেশে অতি শীঘ্রই কুরআন হেফজের মাদ্রাসা উদ্বোধন হতে যাচ্ছে।


কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার "আগভাট" প্রদেশে তিজানিয়া 'এইন মাজি' এলাকায় তিজানিয়া তারিকাত দপ্তরের পক্ষ থেকে ২৭শে জুলাই 'সুফিবাদ এবং সমসাময়িক চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনার শুরু হয়েছে। উক্ত সেমিনার টানা দুই দিন অব্যাহত থাকবে।

এই সেমিনারের পাশাপাশি কুরআন হেফজ এবং ধর্মীয় জ্ঞানের আলোকে একটি মাদ্রাসা উদ্বোধন হবে। এই মাদ্রাসায় এক সাথে ২৫০ শিক্ষার্থী অধ্যয়ন করতে পারবে।

উক্ত মাদ্রাসায় আলজেরিয়ার শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় দীক্ষিত করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সুফিবাদ এবং সমসাময়িক চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে আলজেরিয়ার চিন্তাবিদগণ ছাড়াও সুদান, ইরাক, ফিলিস্তিন, মৌরিতানিয়া, তিউনিশিয়া ও মরক্কো প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، আলজেরিয়া ، ইরাক
captcha