IQNA

ইসলাম ও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে আমেরিকা-ইসরাইল: সর্বোচ্চ নেতা

20:37 - April 25, 2017
1
সংবাদ: 2602955
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী বলেছেন, পবিত্র ইসলামকে ইরানে বিশেষভাবে গুরুত্ব দেয়ার কারণেই ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা তার দেশের বিরুদ্ধে সরাসরি শত্রুতা করে আসছে।
ইসলাম ও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে আমেরিকা-ইসরাইল: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: তিনি আরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ইরানে বিশ্বনবী (সা)'র আদলে শাসন ব্যবস্থার আর্বিভাব ঘটেছে এবং এখনো তা  অব্যাহত রয়েছে। মানব সমাজ গঠন ও উন্নয়নে ইসলাম প্রধান ভূমিকা পালনকারী হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকে এর বিরুদ্ধে শত্রুরা উঠেপড়ে লেগেছে এবং এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। মানবতার বিরুদ্ধে আগ্রাসন রুখে দেয়ার লক্ষ্যে ইসলামের আবির্ভাব ঘটার কারণেই মূলত এই ধর্মের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। আজ (মঙ্গলবার) বিশ্বনবী (সা)'র পবিত্র রেসালাত প্রাপ্তি দিবস উপলক্ষে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সমাবেশে দেয়া এক ভাষণে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।

আজ ( মঙ্গলবার), আরবি ২৭ রজব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)'র রেসালাত প্রাপ্তির ঐতিহাসিক দিবস। ইরানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। বিশ্বের মুসলমানদের জন্য দিনটি অনেক বড় খুশির দিন। কারণ, মানব জাতির ওপর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)'র ঐশী নেতৃত্ব এবং ইসলামের চিরন্তন ও বিশ্বজনীন বিধান পূর্ণতা পেয়েছিল পবিত্র এই দিনে। 

অবশ্য বিশ্বের অনেক দেশে দিনটি শবে মেরাজ দিবস হিসেবে পালিত হয়।

সর্বোচ্চ নেতা তার ভাষণে আরো বলেন, ইসলাম এবং ইরানের বিরুদ্ধে যড়যন্ত্র চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল– এই দুই অপশক্তি অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করা এবং ইরাক, সিরিয়া, বাহরাইন এবং ইয়েমেনে মুসলমানদের মধ্যে বিভেদ ও বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য যেসব যড়যন্ত্র চলছে তা বলদর্পী আমেরিকা ও শয়তান ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির প্রত্যক্ষ মদদে ঘটছে এবং এভাবে তারা ইসলামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে।

আগামী ১৯ মে ইরানে অনুষ্ঠিত হতে যাওয়া ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদেরকেও সর্বোচ্চ নেতা কিছু পরামর্শ দিয়েছেন। ইরানকে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য বিদেশি সহযোগিতার প্রতি নজর না দিতে আয়াতুল্লাহ খামেনেয়ী প্রার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইরানে বিদ্যমান সকল বাধা নিরসনের পাশাপাশি দেশের অর্থনীতি ও অন্যান্য বিষয়ে উন্নয়নের জন্য তারা বিদেশি রাষ্ট্রের দিকে না তাকিয়ে বরং ইরানি জাতির নিজস্ব সক্ষমতার দিকে নজর দেবেন।
iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
pwmbgrnx
0
0
20
captcha