বার্তা সংস্থা ইকনা: আজ (বুধবার) ইরানের বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এছাড়া ফ্রান্স ও ব্রিটেন অতীতেও আফ্রিকা মহাদেশ এবং ভারতীয় উপমহাদেশে ব্যাপক অপরাধযজ্ঞ চালিয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতেও পাশ্চাত্য সিরিয়ায় দায়েশ বা আইএসকে সমর্থন ও সহযোগিতা দিয়েছে। এছাড়া মিয়ানমারসহ বিভিন্ন দেশে চলমান হত্যা-নির্যাতনে তাদের সমর্থন রয়েছে। এর মধ্যদিয়ে এটা স্পষ্ট মানবাধিকারের দাবিদার দেশগুলো মানবাধিকার ইস্যুতে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, বর্তমানে বিশ্বব্যাপী প্রচারণার জটিল পদ্ধতি অনুসরণ করে কালোকে সাদা এবং সত্যকে মিথ্যা হিসেবে তুলে ধরা হচ্ছে। বিদেশি শত্রুরা এবং দেশের অসচেতন ব্যক্তিরা বিচার বিভাগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একজন নিষ্ঠুর খুনি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে হত্যা করেছে। কয়েক মাসের নিরপেক্ষ আইনি ও বিচার প্রক্রিয়ায় তার দোষ প্রমাণিত হয়েছে। কিন্তু সেই অপরাধীকে মজলুম হিসেবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বিচার বিভাগকে তুলে ধরা হচ্ছে জালিম হিসেবে।
iqna