
বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার ইসলামী শরিয়া কেন্দ্রের একটি অনুষ্ঠানে সেদেশের নাকুরু শহরের মুফতি "আব্দুল আজিজ মায়ালিম মুহাম্মাদ" বলেছেন: সমাজে অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে মুসলিম উম্মতের মধ্যে পূর্বে তুলনায় আরও অধিক ভ্রাতৃত্ব এবং ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
তিনি মুসলমানদের নিকটে দ্বন্দ্ব, বিরোধ এবং প্রতিযোগিতা যা বিচ্ছেদের কারণ হয় তা ত্যাগ করে ধর্মীয় ভ্রাতৃত্ব এবং স্নেহ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
কেনিয়ার রিফাত ভ্যালি প্রদেশের একটি শহর হচ্ছে নাকুরু। ২০০৫ সালের পরিসংখ্যানে এই শহরে মোট জনসংখ্যা ছিল ২,৭৬,২৬৩ জন।
iqna