IQNA

আইএস প্রধান বাগদাদিকে হত্যার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন ট্রাম্প

17:06 - October 28, 2019
সংবাদ: 2609525
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস’র প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছে, বাগদাদি নিজের তিন ছেলেমেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছে। সিরিয়ায় শনিবার মার্কিন বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছে। অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তার তিন তরুণ ছেলেমেয়ে ছিলেন। বাগদাদির আত্মঘাতী বিস্ফোরণে তারাও নিহত হয়।

ট্রাম্প আরও দাবি করেছে, বিস্ফোরণের পর বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগেই মার্কিন গণমাধ্যম বাগদাদিকে হত্যার খবর দিয়েছিল। তবে তারা বিস্তারিত জানাতে পারে নি। পরে সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়ে বিস্তারিত জানাল ট্রাম্প।

দায়েশ বা আইএস সৃষ্টিতে আমেরিকাই মূল ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে। আমেরিকার কোনো কোনো রাজনীতিবিদও এর আগে এ ধরণের তথ্য দিয়েছেন।  iqna

 

captcha