IQNA

ইস্তাম্বুলে ‘কুরআন ও সাহিত্য’ শীর্ষক সম্মেলন

23:36 - December 01, 2014
সংবাদ: 2614023
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের ইস্তাম্বুল শহরে ২০১৫ সালের ২৫ ও ২৬মে মার্চে ‘কুরআন ও সাহিত্যে’র আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘İslami Türk Edebiyatı’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট:  তুরস্কের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ম্যাগাজিন ‘ইয়মুর’এর পক্ষ থেকে ‘কুরআন ও সাহিত্য’ আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে পবিত্র কুরআনের সাথে সম্পর্কিত সাহিত্য সমূহ পর্যালোচনা করা হবে।
এ সম্মেলনে তুরস্ক ও বিশ্বের অন্যান্য ধর্মীয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ, পবিত্র কুরআনের সাথে তুরস্কের সাহিত্যের সম্পর্কের আলোকে লিখিত নিজেদের প্রবন্ধ সমূহ উপস্থাপন করবে।
উল্লেখ্য, এ সম্মেলন তুরস্ক, ইংরেজি ও আরবি ভাষায় অনুষ্ঠিত হবে।
2613740

captcha