কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইকোনমিক সাইন্স বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত ইরানের সর্ব্বোচ্চ নেতার প্রতিনিধি এবং ইসলামী অর্থনীতি সভার সচিব ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম আলী মাসুমী নিয়া’ বার্তা সংস্থা ইকনাকে জানিয়েছেন: এ শীর্ষক সম্মেলন রেজিস্টিভ অর্থনীতির আলোকে অনুষ্ঠিত হবে এবং এ সম্মেলনে ইসলামী অর্থনীতির বিশিষ্ট শিক্ষকগণ মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
তিনি আরও বলেন: এ সম্মেলন ইরানের সর্ব্বোচ্চ নেতার প্রতিনিধির পক্ষ থেকে ইকোনমিক সাইন্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ হুসাইন মীর মু’য়াজ্জী, জনাব হুসাইন এইওয়াজী এবং জনাব মাসুদ দেরাখশান উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন।
গোলাম আলী মাসুমী নিয়া বলেন: শীর্ষক সম্মেলন তেহরানে ইকোনমিক সাইন্স বিশ্ববিদ্যালয়ের বিদ্বান নামক মিলনায়তনে ৬ষ্ঠ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হবে এবং একাধারে বিকাল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রত্যেক অধ্যাপক দু’ঘণ্টা যাবত নিজেদের মতামত ব্যক্ত করবেন।
2615116