কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত চিত্র প্রদর্শনী ইমাম হুসাইন (আ.)এর আরবায়িন উপলক্ষে ‘আশুরার কাহিনী ও তাজিলে জুহুর’ শিরোনামে ১৩ই ডিসেম্বর শুরু হয়েছে এবং এক সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে।
মদিনা থেকে কারবালা পর্যন্ত ইমাম হুসাইন (আ.)এর ভ্রমণ এবং কারবালার ভ্রমণের আলোকে বিভিন্ন চিত্র এ প্রতিযোগিতায় উপস্থাপন করা হয়েছে।
আফগান সংসদ সদস্য কুবরা মুস্তাফাভী এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং এ প্রদর্শনীর ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছেন: এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মের নিকট আশুরার বার্তা স্থানান্তর করা সম্ভব।
উক্ত চিত্র প্রদর্শনী কমিটির কর্মকর্তা সিদ্দিকা হোসাইনী জানিয়েছেন: এ প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য হচ্ছে আশুরার প্রবহমান ঘটনাকে বর্তমান সমাজে তুলে ধার।
তিনি আরও বলেন: এ প্রদর্শনীর মাধ্যমে আফগানিস্তানের যুবকদের মাঝে আশুরার সকল ঘটনা তুলে ধারা হয়েছে। যাতেকরে তার আশুরার ঘটনা সম্পর্কে সঠিক জ্ঞান ধারণ করতে পারে।
2618452