IQNA

ইরাকে ‘ইমাম খোমেনী (রহ.)এর রাজনৈতিক চিন্তা এবং আয়াতুল্লাহ সিসতানি’র জিহাদি ফতোয়ার প্রভাব’ শীর্ষক সম্মেলন

15:45 - January 02, 2015
সংবাদ: 2668350
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে পবিত্র নগরী নাজাফে ৩য় জানুয়ারিতে ‘ইমাম খোমেনী (রা.)এর রাজনৈতিক চিন্তা এবং আয়াতুল্লাহ সিসতানি’র জিহাদি ফতোয়ার প্রভাব’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের ‘আল হুদা’ নামক রিজিওনাল সেন্টার ফর স্টাডিজের সহযোগিতা উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। ইরাকের বিভিন্ন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের চিন্তাবিদগণ উপস্থিত থাকবে। এ সম্মেলনে ইমাম খোমেনী (রহ.)এর বিভিন্ন মতামত এবং ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ সিসতানিই বিস্ময়কর কাজ সম্পর্কে আলোচনা করা হবে।
উক্ত সম্মেলন স্থানীয় সময় দুপুর ২টায় নাজাফে ইমাম হাসান মুজতাবা (আ.) হোসাইনিয়াতে অনুষ্ঠিত হবে।
2658909

captcha