IQNA

ফ্রান্সে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উৎসব অনুষ্ঠান

23:05 - January 02, 2015
সংবাদ: 2669416
আন্তর্জাতিক বিভাগ: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের প্রিরুফিট সুর সেন শহরে মুসলমানদের উপস্থিতিতে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আহলে সুন্নতের মতানুশরে ১২ই রবিউল আওয়ালে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সের প্রিরুফিট সুর সেন শহরে মুসলমানদের উপস্থিতিতে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে ফ্রান্সে ভিন্ন ভাবে পালিত হবে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী। সেদেশের মুসলমানেরা ব্যানার, প্ল্যাকার্ড এবং সবুজ পতাকা নিয়ে ‘আল্লাহু আঁকবার’ এবং ‘হে আল্লাহর রাসুল’ শ্লোগানের মধ্যে তিন কিলোমিটার হেটে প্রিরুফিট সুর সেন শহরের কুবা মসজিদে একত্রিত হবেন এবং সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত তথা হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হবে।
2667290

captcha