IQNA

পাকিস্তানে ‘মুসলমানদের প্রয়োজন; ইসলামী ঐক্য’ শীর্ষক সেমিনার

23:56 - January 04, 2015
সংবাদ: 2671983
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে পাকিস্তানের লাহোরে ৭ম জানুয়ারি ‘মুসলমানদের প্রয়োজন; ইসলামী ঐক্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের ‘ইমামিয়া’ সংস্থা এবং ইসলামী ঐক্য উদ্দীপনা (আহলে সুন্নতের) সংস্থার সহযোগিতায় লাহোরে অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে ‘মুসলমানদের প্রয়োজন; ইসলামী ঐক্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে শিয়া ও সুন্নি মাজহাবের বিশিষ্ট ওলামাগণ মূল্যবান বক্তৃতা পেশ করবেন। এ সেমিনারের আয়োজনগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদেরকে অভিনন্দন জানিয়েছেন।
2670511

captcha