কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুই ভাষায় এ গ্রন্থটি আহলে বাইত (আ.) বিশ্ব পরিষদের সহযোগিতায় প্রকাশিত হয়েছে। মূল গ্রন্থ ‘রেসালে হুকুক ইমাম সাজ্জাদ (আ.)’ সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উক্ত গ্রন্থের ভূমিকায় ইমাম সাজ্জাদ জয়নুল আবেদীন (আ.)এর ব্যক্তিত্ব সম্পর্কিত তথ্য রয়েছে।
আরবী টেক্সট সহকারে উর্দু ভাষায় এবং আরবী টেক্সট ব্যতীত শুধুমাত্র হিন্দি ভাষায় অনুবাদকৃত এ গ্রন্থটির ২০০০ কটি প্রিন্ট হয়েছে।
2670519