IQNA

হিন্দি এবং উর্দু ভাষায় ‘রেসালে হুকুক ইমাম সাজ্জাদ (আ.)’ গ্রন্থ অনুবাদ

23:57 - January 04, 2015
সংবাদ: 2671984
আন্তর্জাতিক বিভাগ: ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে ‘রেসালে হুকুক ইমাম সাজ্জাদ (আ.)’ গ্রন্থটি হিন্দি এবং উর্দু ভাষায় অনুবাদ এবং প্রিন্ট হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুই ভাষায় এ গ্রন্থটি আহলে বাইত (আ.) বিশ্ব পরিষদের সহযোগিতায় প্রকাশিত হয়েছে। মূল গ্রন্থ ‘রেসালে হুকুক ইমাম সাজ্জাদ (আ.)’ সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উক্ত গ্রন্থের ভূমিকায় ইমাম সাজ্জাদ জয়নুল আবেদীন (আ.)এর ব্যক্তিত্ব সম্পর্কিত তথ্য রয়েছে।
আরবী টেক্সট সহকারে উর্দু ভাষায় এবং আরবী টেক্সট ব্যতীত শুধুমাত্র হিন্দি ভাষায় অনুবাদকৃত এ গ্রন্থটির ২০০০ কটি প্রিন্ট হয়েছে।
2670519

captcha