বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতায় ওলীয়ে ফাকিহ’র ভারতীয় প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাহদী মাহদাভীপুর, কালচার কাউন্সিলার আলী ফুয়াদ, কালচার কাউন্সিলারের উপদেষ্টা আহমেদ আলেমী এবং ইরানের আন্তর্জাতিক মান সম্পন্ন ক্বারি ও উক্ত প্রতিযোগিতার বিচারক রাবিইয়ান সহ ২০০ জন কুরআনের ক্বারি ও হাফেজ উপস্থিত ছিল।
অনুষ্ঠানের শুরুতে কালচার কাউন্সিলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্বাচন ও শর্তাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন।
আলী ফুয়াদ বলেন: আশা করছি এধরণের প্রতিযোগিতার মাধ্যমে আমরা যেন পবিত্র কুরআনের সাথে আরও বেশী করে সম্পর্ক গঠন করতে পারি এবং কুরআনের শিক্ষাকে ইসলামিক সমাজে বাস্তবায়িত করতে পারি।
এছাড়াও উক্ত প্রতিযোগিতায় ওয়াল মুসলেমিন মাহদী মাহদাভীপুর, কালচার কাউন্সিলার আলী ফুয়াদ, কালচার কাউন্সিলারের উপদেষ্টা আহমেদ আলেমী বক্তৃতা পেশ করেন।
পরবর্তীতে বিশিষ্ট ক্বারি ও হাফেজ এবং বিচারক কমিটির সদস্য মাজহারুল্লাহ বলেন: কুরআন একমাত্র গ্রন্থ যা এখনও পর্যন্ত বিকৃতি হয়নি। পবিত্র কুরআনের ফলে অজ্ঞ আরব জাতিরা হযরত মুহাম্মাদ (সা.)এর সাহাবী এবং সভ্য মানুষে পরিণত হয়েছে।
অতঃপর ইরানের আন্তর্জাতিক মান সম্পন্ন ক্বারি ও উক্ত প্রতিযোগিতার বিচারক রাবিইয়ান প্রতিযোগিতার নিয়ম-কানুন সম্পর্কে বিবরণ দেন।
উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় ভারতের ১৪টি প্রদেশ তথা উত্তর প্রদেশ, উত্তর কনাদ, আসাম, কোলকাতা, তালাঙ্গানা, চারকানাদ, জম্মু ও কাশ্মীর, দিল্লি, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং হরিয়ানা থেকে মোট ৩০০ জনের মধ্যে হেফজ বিভাগে ৬৯ জন এবং তেলাওয়াত বিভাগে ১১৪ জনকে নির্বাচন করা হয়েছে।
2683109