IQNA

বিশ্বের শীর্ষ স্থানীয় দশটি যাদুঘরের মধ্যে কারবালার যাদুঘর একটি

23:34 - January 11, 2015
সংবাদ: 2697507
আন্তর্জাতিক বিভাগ: ইরাকে অবস্থিত জাতিসংঘের প্রতিনিধি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের শীর্ষ স্থানীয় দশটি যাদুঘরের মধ্যে কারবালার যাদুঘরকে পরিচয় করিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাযারের সাঙ্গে সম্পৃক্ত ইমাম হুসাইন (আ.) নামক যাদুঘরের কর্মকর্তা ‘আলা আহমেদ জিয়া’র সম্মাননা প্রদর্শনের এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ব্যক্তিত্ব মণ্ডলীর উপস্থিতিতে ১০ম জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি ‘আলী কামুনা’ তার বক্তৃতায় ইমাম হুসাইন (আ.)এর মাযারের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি আরও জানিয়েছেন: দীর্ঘ চার বছর যাবত কারবালার সক্রিয় ব্যক্তিদেরকে সম্মাননা প্রদর্শন করছে। এধরণের অনুষ্ঠানের উদ্দেশ্যের ব্যাপারে তিনি বলেন: এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সক্রিয় ব্যক্তিদের সম্মাননা প্রদর্শন এবং বিশ্ববাসীর কাছে কারবালাকে পরিচয় করানো।
তিনি বলেন: ‘আলা আহমেদ’ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে মিউজিয়াম ম্যানেজমেন্টের স্নাতক ছাত্র এবং তিনি কারবালার ইমাম হুসাইন (আ.) যাদুঘরকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়েছেন। অবশ্য এ যাদুঘরকে ইরাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এ যাদুঘরে উৎসর্জন, নিষ্ঠা ও পরার্থপরতা ছাপ পাওয়া যায়।
এ অনুষ্ঠানে আলা আহমেদ জিয়া উদ্দিন তার বক্তৃতায় বলেন: বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার এ যাদুঘরকে প্রশংসা করেছে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, এ ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পাশেই এ যাদুঘরের স্থান।
2694176

captcha