IQNA

ইরাকে ‘সভ্যতা ও সম্প্রদায়’ শীর্ষক সেমিনার

23:54 - January 18, 2015
সংবাদ: 2725857
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের রাজধানী বাগদাদে ১৭ই জানুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধি এবং সেদেশের সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ‘সভ্যতা ও সম্প্রদায়’ নামক তৃতীয়তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বর্তা সংস্থা ইকনা: উক্ত জাতীয় সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি নিকোলাই মালাদিনুফ এবং সরকারী কর্মকর্তাগণ বিশেষ করে ইরাকের প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালেহুল মুতাল্লেক এবং বাহা আদ্দায়ারাজী উপস্থিত ছিলেন।
‘সভ্যতা ও সম্প্রদায়’ জাতীয় শীর্ষক সেমিনারে বিভিন্ন মাযহাবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, বন্ধুত্ব এবং শান্তির জন্য চেষ্টা, বিভিন্ন মাজহাবের মধ্যে সংঘর্ষের আলোকে আলোচনা করা হয়।
এছাড়াও এ সম্মেলনে ইরাকের সুন্নি এনডাউমেন্টের প্রধান ‘মাহমুদ আল সামিদয়ী’ সম্প্রতি কালে ইসলামের নামে যে সকল সন্ত্রাসী দল সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করছে তাদের প্রতিবাদে বলেন: সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডকে কেউই প্রশ্রয় দেয় না এবং এটি মন্দ কাজ। আর বর্তমানে সন্ত্রাসীদের কাজ মানব ধৈর্যকে অতিক্রম করেছে।
তিনি আরও বলেন: আমরা যে ধর্মকেই অনুসরণ করি না কেনও, সকলেরই উচিত একসাথে এবং একবাক্যে সন্ত্রাসীদের নিন্দা জানানো।
2721515

captcha