IQNA

ইথিওপিয়ায় ইসলামী বিপ্লবের আলোকে বৈঠক

23:59 - January 23, 2015
সংবাদ: 2755440
আন্তর্জাতিক বিভাগ: ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে ৩১শে জানুয়ারি ইসলামী বিপ্লবের আলোকে বৈঠক অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত সেমিনার দশম প্রভাত উপলক্ষে ইসলামিক চিন্তাবিদ, কলেজিয়েট পণ্ডিত, শিক্ষাবিদগণ এবং মুসলিম ও খ্রিস্টান ধর্মের সাংস্কৃতিক ব্যক্তিত্বমণ্ডলীর উপস্থিতিতে ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের ইমাম খোমেনী (রহ.) নামক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে আফ্রিকার সাব সাহারানে ইসলামী জাগরণের জন্য ইসলামী বিপ্লবের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হবে এবং আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আমির আব্দুল এলাহিয়াত তার নিজের প্রবন্ধ উপস্থাপন করবেন।
এছাড়াও তেহরানের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক কলিচী ইসলামী বিপ্লব ও ইসলামী জাগরণের আলোকে লিখিত নিজের প্রবন্ধ উপস্থাপন করার জন্য উক্ত শীর্ষক সম্মেলনে উপস্থিত হবেন।
2735456

captcha