IQNA

ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিবের আফগানিস্তান ভ্রমণ

14:22 - January 27, 2015
সংবাদ: 2770196
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব তার তিন দিনের আফগানিস্তান সফরে ২৭শে জানুয়ারি কাবুলে প্রবেশ করবেন।

বার্তা সংস্থা ইকনা: জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব ইয়াদ আমিন মাদানী আজ তথা ২৭শে জানুয়ারি কাবুলে প্রবেশ করবেন।
প্রতিবেদন অনুযায়ী, ইয়াদ আমিন মাদানী আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং রাষ্ট্র নির্বাহী পরিচালক আব্দুল্লাহ সাথে ওআইসি এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার জন্য দ্বিপক্ষীয় আলোচনা করবেন।
2768990

captcha