বার্তা সংস্থা ইকনা: উক্ত ইসলামী শিল্প ও সংস্কৃতির প্রদর্শনীতে মুসলিম ঐতিহ্য ও জীবনধারার আলোকে চিত্র, হস্তনির্মিত কার্পেট, ক্যালিগ্রাফি এবং হস্তশিল্প প্রদর্শিত হয়েছে।
‘মিরাজ’ যাদুঘরের কর্মকর্তা মঞ্জুর আহমেদ কাচু জানিয়েছেন: এ প্রদর্শনীর উপাদান সামগ্রী সংগ্রহ করার জন্য আমরা আমাদের নিজেদের কয়েক জন লোককে ইরান, মিশর, ইরাক এবং ভারতে পাঠিয়েছি।
মঞ্জুর আহমেদ বলেন: এ যাদুঘরে যে সকল জিনিশ রয়েছে সেগুলো অতুলনীয়। এসকল শিল্প কর্মের মধ্যে কিছু শিল্প এক শতাব্দীর অথবা তারও বেশী পুরাতন।
তিনি বলেন: এ যাদুঘরে এধরণের প্রদর্শনী অতি গুরুত্বপূর্ণ। কারণ এধরণের প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের জনগণ ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত হবে এবং তারা জানতে পারবে যে মুসলমানেরাও সংস্কৃতি ও শিল্পকর্মের সাথে জড়িত রয়েছে।
2770285