MIU ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : শিয়া বিশ্বের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র ফতওয়া ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ‘সিরাতে নূর’ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষকগণ কাবুলে ধর্মীয় অঙ্গনে তৎপরতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
ইনস্টিটিউটের সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা বলেন : সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে শরয়ী মাসআলা-মাসায়েল শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া।
তিনি কাবুলে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজনের প্রতি গুরুত্বারোপ বলেন : আফগান কিশোরি ও নারীদেরকে তাদের ধর্মীয় ও শরয়ী দায়িত্ব সম্পর্কের অবগত করা জরুরী।
উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠানে সিরাতে নূর ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সনদপত্রও প্রদান করা হয়।