IQNA

ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদে ফ্রান্সে ফুল এবং কুরআন বিতরণ

23:23 - January 29, 2015
সংবাদ: 2780939
আন্তর্জাতিক বিভাগ: ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে পথচারীদের মধ্যে ফরাসি ভাষায় অনুবাদকৃত কুরআন শরিফ এবং ফুল বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ফ্রান্সের চার্লি এবদোয় সন্ত্রাসী হামলা ফলে ব্যাপক হারে ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড বৃদ্ধি হয়েছে। আর এর প্রতিবাদে ফ্রান্সের মুসলমানেরা রাজধানী প্যারিসে পথচারীদের মধ্যে ফরাসি ভাষায় অনুবাদকৃত কুরআন শরিফ এবং ফুল বিতরণ করছে।
ইকরা ইসলামিক আঞ্জুমান এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহযোগিতা করছে। ইকরা ইসলামিক আঞ্জুমানের সদর দফতর জার্মানে অবস্থিত। এ পরিকল্পনা সম্পর্কে এ আঞ্জুমান জানিয়েছে: প্যারিসের সাধারণ জনগণের মধ্যে বিনামূল্যে কুরআন বিতরণ পরিকল্পনার মাধ্যমে অনেক মানুষকেই ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য উৎসাহিত করেছে।
উক্ত আঞ্জুমান প্যারিসের ইতালি নামক স্কয়ারে ফরাসি ভাষায় অনুবাদকৃত কুরআন জনগণের মধ্যে বিতরণ করে পবিত্র কুরআনের বার্তাকে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
জার্মানের একরা ইসলামিক আঞ্জুমানের প্রতিষ্ঠাতা ইব্রাহীম আবুনাজী প্রায় ত্রিশ বছর আগে গাজা থেকে জার্মান স্থানান্তরিত হয় এবং বর্তমানে জার্মানের স্থানীয় বাসিন্দা হিসেবে বসবাস করছে।
একরা ইসলামিক আঞ্জুমান ২০১১ সালে জার্মানি সহ অন্যান্য ভাষায় অনুবাদকৃত কুরআন অমুসলিমদের মধ্যে বিতরণের উদ্দেশ্য সংগঠিত হয়েছে।
2774731

captcha