‘Almadina Institute’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সেমিনার আমেরিকার ‘আল মদিনা’ নামক ইসলামী শিক্ষা ইনস্টিটিউটের পক্ষ থেকে ভার্জিনিয়া রাষ্ট্রে হারেন্ড শহরের ‘হায়্য়াত’ হোটেলে অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআনের রত্ন সমূহ পরিচয় করানোর উদ্দেশে এ সেমিনারে বিভিন্ন দেশের ইসলামী পণ্ডিত ও অধ্যাপকগণ উপস্থিত থাকবেন।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের অভ্যন্তরীণ, বাহ্যিক, তাফসির ও বিবরণ প্রদান করবেন।
আমেরিকান মুসলমান কর্তৃক সংগঠিত আল মদিনা ইন্সটিটিউট ইসলামী শিক্ষা মূলক কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত রয়েছে এবং কুরআন ও ইসলামী বিজ্ঞানের উন্নয়নের জন্য বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করেছে।
দীর্ঘ পাঁচ বছর যাবত ‘কুরআনের রত্ন সমূহ’এর আলোকে উক্ত সেমিনারের আয়োজন করে আসছে উক্ত প্রতিষ্ঠান।
1470984