বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বমোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীগণ হচ্ছেন : সাঈদ জালিলী, মুহসিন রেজায়ী, হাসান রুহানী, সাইয়্যেদ মুহাম্মাদ গারাজী, মুহাম্মাদ বাকের কালীবাফ ও আলী আকবার বেলায়েতী।
মোট ভোট সংখ্যা : ৩৬৭০৪১৫৬
সঠিক ভোট সংখ্যা : ৩৫৪৫৮৭৪৭
হাসান রুহানী : ১৮৬১৩৩২৯
মুহাম্মাদ বাকের কালিবফ : ৬০৭৭২৯২
সাঈদ জালিলী : ৪১৬৮৯৪৬
মুহসিন রেজায়ী : ৩৮৮৪৪১২
আলী আকবার বেলায়েতী : ২২৬৮৭৫৩
সাইয়্যেদ মুহাম্মাদ গারাজী : ৪৪৬০১৫