IQNA

নাইজেরিয়ায় ইমাম হুসাইন (আ.)এর শোক মজলিশে সন্ত্রাসী হামলায় নিহত ২১

18:13 - November 28, 2015
সংবাদ: 3457965
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ইমাম হুসাইন (আ.)এর শোক মজলিশে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শিয়া সম্প্রদায়ের ধর্মীয় মিছিলে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ২১ জন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।  নাইজেরিয়ার ক্যানো শহর থেকে ২০ কিলোমিটার দূরে ডাকাসোয়া গ্রামে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি।
খুব অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। উক্ত ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার পিছনে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ।
বোকো হারামের হামলায় এ পর্যন্ত নাইজেরিয়ার ২ মিলিয়ন ১ লক্ষ নাগরিক শরণার্থী হয়েছে এবং নিহত হয়েছে আরও হাজার হাজার নাগরিক।
নাইজেরিয়ার অর্ধেকের অধিক জনগণ মুসলমান। সেদেশে প্রায় ৪০ লাখ শিয়া মুসলমান রয়েছে। আফ্রিকার দেশ সমূহের মধ্যে নাইজেরিয়ায় সবচেয়ে অধিক শিয়া মুসলমান জীবনযাপন করে।
3457478
 

captcha