IQNA

আলেমদের সমাবেশে সর্বোচ্চ নেতা;

কারবালামুখী কোটি মানুষের পদযাত্রা 'ঈমান ও ভক্তি'র চমৎকার সমন্নয়

23:02 - November 30, 2015
সংবাদ: 3458806
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইমাম হুসাইনের (আ.) পবিত্র চেহলুম উপলক্ষে কারবালামুখী কোটি মানুষের পদযাত্রাকে 'ঈমান ও ভক্তি'র চমৎকার সমন্নয় হিসেবে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ সোমবার ৩০শে নভেম্বর তেহরানে আলেমদের এক সমাবেশে বলেছেন যে, রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) পবিত্র চেহলুমকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান কারবালা অভিমুখে পদযাত্রায় অংশ গ্রহণ করেছে।
এ ধরনের ধর্মীয় পদযাত্রা মানবেতিহাসে নজিরবিহীন ও ব্যতিক্রমী। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমান এমনকি অমুসলিমরাও ব্যাপক উদ্দীপনা ও আগ্রহের সাথে শত শত মাইল পথ পায়ে হেটে কারবালা শহরে পৌছাবে। কয়েক দিন একাধারে পায়ে হাটার পরও তাদের মধ্যে কোন ক্লান্তি ও বিরক্তির ছাপ নেই। কেননা তারা মহান আল্লাহর গভীর ঈমান ও ইমাম হুসাইনের (আ.) প্রতি গভীর ভক্তি নিয়ে এ নজিরবিহীন পদযাত্রায় অংশ নিয়েছে। আমাদের মন ও অন্তর তাদের সাথে রয়েছে।
3458476
 

captcha