বার্তা সংস্থা ইকনা : পোল্যান্ডের পোজনান শহরে পোলিশ মুসলিমরা রোববার প্রথমবারের মতো সন্ত্রাসবাদ ও বর্ণবাদ বিরোধী সমাবেশ করেছে।
পুরোদস্তুর খ্রিস্টান ক্যাথলিক দেশ পোল্যান্ডে মুসলিম নেতাদের আহবানে এ রকম সমাবেশ এটাই প্রথম।
প্রায় ৩০০ জন মুসলিম দেশটির দক্ষিণাঞ্চলীয় পোজনান শহরে মিলিত হয়ে ‘মুসলিমরা সন্ত্রাসবিরোধী’ এবং ‘বর্ণবাদ বন্ধ কর’ প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেছে।
৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ পোল্যান্ডে প্রায় ৯০% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। সরকারি হিসেবে মুসলিম জনসংখ্যা ১৫,০০০-২৫,০০০ হতে পারে।
সমাবেশের আহ্বায়ক পোজনান মসজিদের ইমাম ইউসেফ চাদিদ বলেন, ‘আমরা সকল ধরনের সন্ত্রাসী কর্মকা-ের বিরোধী এবং ফ্রান্সসহ সারা বিশ্বে সন্ত্রাসী হামলার শিকার নিরপরাধ মানুষদের প্রতি সমব্যথী’।
তিনি বলেন, কিছু পোলিশ লোক চরম বর্ণবাদী এবং তারা মনে করে সব মুসলিমই সন্ত্রাসী। তাই পোল্যান্ডের মুসলিমরা সন্ত্রাসবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে এখানে সমাবেশ করছে।
সূত্র : শীর্ষ নিউজ