IQNA

তুরস্কে কুরআনিক সেন্টারে অগ্নি সংযোগ; নিহত ৬

11:29 - December 02, 2015
সংবাদ: 3459352
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ‘ডিয়ারবাকর’ শহরে কুরআন হেফজ সেন্টারে আগুন লেগে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের কুর্দি সম্প্রদায়ের বৃহত্তম শহর ডিয়ারবাকর’য়ে গতকাল ১ম ডিসেম্বর কুরআন হেফজ সেন্টারে আগুন লেগে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
এছাড়াও এ  অগ্নিসংযোগের ফলে অপর তিন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়।
3459341
 

captcha