বার্তা সংস্থা ইকনা: উক্ত শোক মজলিশ আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর চেহলুমের শোকানুষ্ঠান ১ম ডিসেম্বর মাগরিব ও এশার নামাজের পর স্থানীয় সময় ১৯টায় শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত শোক মজলিশ শুরু হয় এবং পরবর্তীতে জিয়ারতে আশুরা, আহলে বাইত (আ.)এর মুসিবতের স্মরণে বক্তৃতা ও মর্সিয়া পাঠ করা হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে নৈশ ভোজনের আয়োজন করা হয়।
3458726