IQNA

ইয়েমেনে শিয়া মসজিদ ধ্বংস করেছে আল কায়দা

18:47 - December 03, 2015
সংবাদ: 3459617
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সদস্যরা ইয়েমেনের "ইডেন" শহরের ১৩০ বছরের প্রাচীন ও ঐতিহাসিক শিয়া মসজিদ ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনে এডেন প্রদেশের একাংশ সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সদস্যরা আয়ত্ত করেছে। ইয়েমেনে বসবাসকৃত ভারতীয় অধিবাসীদের অন্তর্গত আল-খোজা নামে প্রসিদ্ধ আল হুসাইনী মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে: আল কায়দার সদস্যরা এই ঐতিহাসিক মসজিদ ধ্বংস করার সময় মসজিদের দু’টি গম্বুজ ধ্বংস করতে পারেনি। পরবর্তীতে তরা বুলডোজার ব্যবহার করার মসজিদের সুন্দর দু’টি গম্বুজও ধ্বংস করেছে।
স্থানীয় কর্তৃপক্ষের সামনে এ মসজিদ মাটির সাথে মিলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
এই ঐতিহাসিক মসজিদটি হিজরির চতুর্দশ শতকের শুরুতে নির্মিত হয়েছিল।
১৩০ বছরের প্রাচীন ঐতিহাসিক এ মসজিদে শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করে আসছিল শিয়া মুসলমানেরা এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হত এই মসজিদে। শিয়া মুসলমানদের পাশাপাশি আহলে সুন্নতেরাও এ সকল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করত। এডেন শহরের শিয়া মুসলমানেরা দীর্ঘ দিন যাবত সকলের সাথে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করে আসছে।
3459333
 

captcha