বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের ন্যায় ইরাকের বিভিন্ন শহরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই কোটির ঊর্ধ্বে যায়ের ইমাম হুসাইন (আ.)এর মাযারে উপস্থিত হয়েছেন। প্রতি বছরই এই পদযাত্রায় বিঘ্ন ঘটানোর জন্য ইসলামের শত্রুরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। আর তারই সূত্র ধরে বাগদাদে ইমাম হুসাইন (আ.)এর চেহলুমের পদযাত্রায় ইসলামের শত্রুরা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। শত্রুদের এ হামলার ফলে কমপক্ষে ৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছে।
আরবাইনের শোকানুষ্ঠান উদযাপনের জন্য ইরাকের বিভিন্ন শহর হতে পায়ে হেটে যায়েরগণ কারবালায় পৌছায়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এ পদযাত্রা হয়। আর এজন্য পথে বেশ কয়েকটি চেকপয়েন্ট স্থাপন করে ইরাকের সামরিক বাহিনী।
বাগদাদ হতে কারবালায় যাওয়ার পথে একটি চেকপয়েন্টে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ বিস্ফোরণের ফলে নিহতদের মধ্যে ৪ জন সামরিক সদস্য রয়েছে।
চলতি বছরে হুসাইন (আ.)এর চেহলুমের পদযাত্রায় এধরণের আত্মঘাতী হামলা এটাই প্রথম। এর পূর্বে সন্ত্রাসীরা, ইমাম হুসাইন (আ.)এর যায়েরদের ওপর হামলা চালানোর চেষ্টা চালালে তাদের হামলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
3458831