IQNA

হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে:

ইমাম আলী (আ.)এর মাযারে লক্ষাধিক যায়েরের আপ্যায়নের ব্যবস্থা চলছে

23:13 - December 09, 2015
সংবাদ: 3461858
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে লক্ষাধিক যায়েরের উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান সফল ভাবে উদযাপনের জন্য ইরাকের বিভিন্ন গোত্রের প্রধানদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ২৮শে সফর তথা হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকীর দিনে ইমাম আলী (আ.)এর মাযারে আসা লক্ষাধিক যায়েরদের নিরাপত্তা ও আপ্যায়নের ব্যাপার আলোচনা করা হয়েছে।
ইরাকের বিভিন্ন গোত্রের প্রধানদের নিকট ইমাম আলী (আ.)এর মাযারে তত্ত্বাবধায়ক ‘সাইয়্যেদ নাযার হাবলুল মাতিন’ আহ্বান জানিয়েছেন, তারা যে যায়েরদের চাহিদা পূরণের জন্য সর্বোচ্চ সেবা প্রদান করেন।
তিনি আরও বলেন: ইমাম আলী (আ.)এর মাযারের প্রতিটি বিভাগে যায়েরদের বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, শিশু ও মহিলাদের সাহায্যের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আগামীকাল নাজাফে সরকারী ছুটি ঘোষণা
এছাড়াও ২৮শে সফর আগমন উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফের প্রাদেশিক পরিষদ আগামীকাল (১০ম ডিসেম্বর) তথা বৃহস্পতিবার নাজাফ শহরে সরকারী ছুটি ঘোষণা করেছে। হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক যায়ের নাজাফে আসে। আর এ উপলক্ষে নাজাফ শহরে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ইরাকের ক্যালেন্ডার অনুযায়ী আগামী শুক্রবার (২৮শে সফর) হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী।
3461690
 

captcha