IQNA

ফাতেহ পাশা মসজিদে আগুন দিয়েছে পিকেকে: আনাতোলিয়া সংবাদ মাধ্যম + ছবি

16:53 - December 10, 2015
সংবাদ: 3461973
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আনাতোলিয়া সংবাদ সংস্থা জানিয়েছে, পিকেকে’র সদস্যরা সেদেশের ডিয়ারবাকর প্রদেশের ফাতেহ পাশা মসজিদে আগুন লাগিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ডিয়ারবাকর প্রদেশের সুর শহরের ঐতিহাসিক ফাতেহ পাশা মসজিদটি সেদেশের প্রাচীন ও উসমানীয় সময়কালের মসজিদ। মসজিদের ভিতরে বোমা ছুঁড়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা।
তুরস্কের আনাতোলিয়া সংবাদ সংস্থা ঘোষণা করেছে, পিকেকে’র সদস্যরা ফাতেহ পাশা মসজিদে হামলা চালিয়ে আগুন লাগিয়েছে । এছাড়াও হামলার খবর শুনে পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসতে চাইলে তাদেরকে পিকেকের সদস্যরা বাধা প্রয়োগ করে। এসময় সামরিক বাহিনী ও পিকেকের মধ্যে সংঘের ফলে মসজিদে এ মসজিদে ব্যাপক ক্ষতি সাধন হয়।
পিকেকে তথা Partiya Karkerên Kurdistanê সংগঠন তুরস্কের সশস্ত্র বামপন্থী সংগঠন। ১৯৮৪ সালে গেরিলা সংগঠন হিসেবে পরিচিত লাভ করে। এ সংগঠন তুরস্কের কুর্দিস্তানের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার এবং  স্বায়ত্তশাসন করার লক্ষে সেদেশের সরকারের বিরুদ্ধ যুদ্ধ করছে।
3461580

captcha