আজ (শুক্রবার) দেয়া এক বিবৃতিতে আয়াতুল্লাহ সিস্তানি বলেন, অনুমতি ছাড়া প্রতিবেশি কোনো দেশেরই ইরাকের ভেতরে সেনা পাঠানো উচিত হবে না। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব ইরাক সরকারের; সেখানে প্রয়োজন এবং বাস্তবতা যাই থাকুক না কেন এ ক্ষেত্রে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
আয়াতুল্লাহ আলী সিস্তানির এ বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয় নি তবে ইরাকের ভেতরে তুরস্কের সেনা পাঠানো নিয়ে যখন দু দেশের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। সে কারণে ধারণা করা হচ্ছে- তিনি তুরস্ককে উদ্দেশ করে এ বিবৃতি দিয়েছেন।#