IQNA

ইরানে ‘ওয়াহাবী ও তাকফির পরিচিতি’ শীর্ষক সেমিনার

21:30 - December 12, 2015
সংবাদ: 3462294
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ‘ওয়াহাবী ও তাকফির পরিচিতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: জামিয়াতুল মুস্তাফা আল আলামিয়া’র তেহরান শাখায় ১৪ই ডিসেম্বর ‘ওয়াহাবী ও তাকফির পরিচিতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত শীর্ষক সেমিনার ফার্সি ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রধান অতিথি সিরিয়ায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুস্তাফা রাঞ্জবার শিরাজী বক্তৃতা পেশ করবেন।
3461797

 

captcha