IQNA

পুতিন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে রাশিয়ায় ৭৫০০ মসজিদ নির্মাণ হয়েছে

22:52 - December 12, 2015
সংবাদ: 3462299
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার এক বিশিষ্ট আলেম সম্প্রতি এক পরিসংখ্যানে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সময়ে দেশটিতে ৭৫০০ মসজিদ নির্মাণ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে রাশিয়ায় ৭৫০০ মসজিদ নির্মাণ হয়েছে।
এ পরিসংখ্যান সেদেশের মুসলমানদের বোর্ডের সদস্য ও বিশিষ্ট ওলামা শাইখুল ইসলাম তাজউদ্দীন প্রকাশ করেছেন। তিনি এ প্রতিবেদনে প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিনের সময়ে দেশটিতে ৭৫০০ মসজিদ নির্মাণ হয়েছে, যা সেদেশের সাবেক প্রেসিডেন্ট গর্বাচেভ ও ইয়েলৎসিন সময়ের থেকে অধিক।
শাইখুল ইসলাম তাজউদ্দীন বলেন, বর্তমানে চরমপন্থি ও দায়েশের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড অতিমাত্রায় বিস্তার পেয়েছে এবং সন্ত্রাসীদের এই কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য মুসলমানদের একত্রিত হতে হবে।
3461539
 

captcha