আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নেদারল্যান্ডের মুসলিম তরুণগণ ‘পবিত্র কুরআনের অভিজ্ঞতা’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা গিয়েছে মুসলিম তরুণগণ পথচারীদের সম্মুখে পবিত্র কুরআনের প্রচ্ছদে ইঞ্জিল উপস্থাপন করছে। নেদারল্যান্ডের তরুণদের এই ভিডিও দেখে আমেরিকান মুসলিম অভিনেতা ‘করিম মুতাওয়ালী’ অনুপ্রেরিত হয়ে নিউ ইয়র্কে পথচারীদের মধ্যে পবিত্র কুরআনের প্রচ্ছদে ইঞ্জিল উপস্থাপন করেছেন।
সংবাদ: 3469681 প্রকাশের তারিখ : 2015/12/26