বার্তা সংস্থা ইকনা: এক সন্ত্রাসী অপর এক নারীর সহযোগিতায় এই পাশবিক হামলা চালায়।
লস অ্যাঞ্জেলেস শাখার আমেরিকান-ইসলামিক রিলেশন কাউন্সিলের পরিচালক হেশাম আইলুশ বুধবার এক বিবৃতিতে বলেন: প্রতিবন্ধী সেবা কেন্দ্রে সন্ত্রাসীদের এই ভয়ংকর ও পাশবিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকান-ইসলামিক রিলেশন কাউন্সিলের সদস্যগণ।
হেশাম আইলুশ এ বিবৃতিতে আরও উল্লেখ করেছেন ‘এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্যালিফোর্নিয়ার মুসলিম সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা প্রকাশ করছে। আমাদের সহকর্মী আমেরিকানদের সাথে মুসলিম সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে বাস করে। তারা এধরণের বিরক্তিকর নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে’।