IQNA

ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানালো আমেরিকার মুসলমানেরা

23:19 - December 04, 2015
সংবাদ: 3459744
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বুধবারে (২য় ডিসেম্বর) বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্যালিফোর্নিয়ার মুসলিম সম্প্রদায়।

বার্তা সংস্থা ইকনা: এক সন্ত্রাসী অপর এক নারীর সহযোগিতায় এই পাশবিক হামলা চালায়।
লস অ্যাঞ্জেলেস শাখার আমেরিকান-ইসলামিক রিলেশন কাউন্সিলের পরিচালক হেশাম আইলুশ বুধবার এক বিবৃতিতে বলেন: প্রতিবন্ধী সেবা কেন্দ্রে সন্ত্রাসীদের এই ভয়ংকর ও পাশবিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকান-ইসলামিক রিলেশন কাউন্সিলের সদস্যগণ।
হেশাম আইলুশ এ বিবৃতিতে আরও উল্লেখ করেছেন ‘এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্যালিফোর্নিয়ার মুসলিম সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা প্রকাশ করছে। আমাদের সহকর্মী আমেরিকানদের সাথে মুসলিম সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে বাস করে। তারা এধরণের বিরক্তিকর নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে’।

3459594
 

captcha