ইমাম মাহদী (আ.) বিভিন্ন উপলক্ষে তার বিশেষ চার জন নায়েবের চিঠির উত্তরে কিছু লিখতেন। আবার দীর্ঘ মেয়াদী অন্তর্ধানের সময়ও তিনি (যদিও এর সংখ্যা খুবই কম) যেমন: আল্লামা হিল্লি এবং শেখ মুফিদকে তৌকি লিখেছিলেন।
ইমাম মাহদীর একটি অতি গুরুত্বপূর্ণ তৌকি হচ্ছে তার অন্তর্ধানের সময় যারাই ইমাম মাহদী বলে দাবি করবে তারা সবাই মিথ্যাবাদী। এ কথাটি তিনি তার বিশেষ প্রতিনিধি আলী ইবনে মুহাম্মাদ সামারিকে লিখেছিলেন।
আলী ইবনে মুহাম্মাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তার কাছে প্রশ্ন করা হয়েছিল আপনার পর কে ইমাম মাহদীর নায়েব হবেন। তখন ইমাম মাহদী(আ.) তৌকির মাধ্যমে এর জবাব দিয়েছিলেন:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
হে আলী ইবনে মুহাম্মাদ সামরি তোমার মৃত্যুর শোক তোমার স্বজনদের জন্য অতি কষ্টদায়ক। তুমি ছয় দিন পর মৃত্যুবরণ করবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত হও এবং তোমার পর আর কাওকে আমার নায়েব বা প্রতিনিধি নিযুক্ত কর না। কেননা দীর্ঘ মেয়াদী অন্তর্ধান শুরু হতে যাচ্ছে। এবং এই অন্তর্ধান চলতে থাকবে যতদিন না আমার আবির্ভাবের জন্য আল্লাহর নির্দেশ আসবে।
খুব শীঘ্রই অনেকেই দাবি করবে যে আমাকে দেখেছে। কিন্তু যেনে রাখ আসমানি আওয়াজ এবং সুফিয়ানির আগমের পূর্বে যদি কেউ দাবি করে যে আমাকে দেখেছে তাহলে সে মিথ্যাবাদী। وَلاحولُ وَلا قُوَّةَ الاَّ بِاللهِ الْعَلیِّ الْعَظْیم
মুন্তাহাল আমাল বাব ১৪ অধ্যায় ৮।