IQNA

আমেরিকায় পবিত্র রমজান মাসে মসজিদে হামলার হুমকি

23:51 - May 14, 2017
সংবাদ: 2603086
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল এক বিবৃতি প্রদানের মাধ্যমে পবিত্র রমজান মাসে ইসলাম বিরোধী হামলা ব্যাপারে মুসলমানদের সতর্ক করে দিয়েছে।
আমেরিকায় পবিত্র রমজান মাসে মসজিদে হামলার হুমকি
বার্তা সংস্থা ইকনা: এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: সম্প্রতি আমেরিকার বিভিন্ন মসজিদে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসকল হামলা ঠেকাতে মুসলমানদের সোচ্চার হতে হবে এবং কোন সন্দেহজনক ঘটনা পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই স্থানীয় কর্তৃপক্ষকে সে ব্যাপারে অবগত করতে হবে। এছাড়াও মুসলমানদের পবিত্র রমজান মাসে মসজিদ খালি রাখা উচিত হবে না।
ওয়াশিংটন বিভাগের আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের মুসলমান বিরোধী সহিংসতার বিশেষ উপদেষ্টা 'মাদিহা এহসান' বলেন: অন্যান্য দিনগুলোর তুলনায় পবিত্র রমজান মাসে আমাদের অধিক সচেতন হতে হবে। মসজিদ কর্তৃপক্ষের উচিত হবে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আমরা আশা করছি এই কাউন্সিলের উপদেষ্টা এ ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।
আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় ইসলাম বিদ্বেষী এক প্রকার লাইফস্টাইলে পরিণত হয়েছে। একারণে তারা যে কোন সময় মুসলমানদের ওপর ও মসজিদে হামলা করছে।
iqna



captcha