IQNA

ফ্রান্সের রাস্তায় পবিত্র কুরআন পোড়ালো ইসলাম বিদ্বেষীরা + ভিডিও

22:32 - November 17, 2015
সংবাদ: 3453904
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সন্ত্রাসী হামলার সূত্র ধরে সেদেশের একদল ইসলাম বিদ্বেষী যুবক জনসম্মুখে রাস্তার উপর পবিত্র কুরআনে আগুন লাগিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ফ্রান্সের সন্ত্রাসী হামলার সূত্র ধরে সেদেশের একদল ইসলাম বিদ্বেষী যুবক জনসম্মুখে রাস্তার উপর পবিত্র কুরআনে আগুন লাগিয়েছে। ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআনে আগুন লাগানোর দৃশ্য ধারণ করে সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের ইসলাম বিদ্বেষী যুবকরা ফ্রান্সের পতাকার পাশাপাশি কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছে এবং এই পবিত্র গ্রন্থের অবমাননা করে আগুন লাগাচ্ছে।
3453747

captcha