বার্তা সংস্থা ইনকা: উক্ত শোক মিছিল নাইজেরিয়ার কাডুনা শহর থেকে শুরু হয়েছে এবং যারিয়া শহরের বাকিয়াতুল্লাহ হোসাইনিয়া শেষ হয়।
ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের চেহলুম উপলক্ষে গতসপ্তাহে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত পদযাত্রায় সেদেশের সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা আত্মঘাতি হামলা চালায়। এ হামলার ফলে ২৪ জন নিহত হয়।
এই পদযাত্রায় ইউনজালিকাল কাডুনা গীর্জার ধর্ম প্রচারক যাজক ‘ইউহাইনা বুরিভ’ অংশগ্রহণ করেছেন। এছাড়াও সেদেশের বিভিন্ন শহরের মুসলমানেরা অংশগ্রহণ করেছে।
উক্ত পদযাত্রা তথা শোক মিছিল সেদেশে বিশিষ্ট ওলাম শেই ইব্রাহীম যাকযাকীর তত্ত্বাবধানের অনুষ্ঠিত হয়েছে।
3458941